১৬ মার্চ ২০২৫ রবিবার, ০১:৩২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
সরকার পতনের পর তারল্য সংকটে ধুঁকতে থাকা ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে ২৯ হাজার ৫১০ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর ৯টি ব্যাংককে এ ঋণ দেওয়া হয়, যা মূলত টাকা ছাপিয়েই জোগান দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ঋণ পেয়েছে এক্সিম ব্যাংক—৮ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে ৬ হাজার ৫০০ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক ৫ হাজার ৫০০ কোটি, ন্যাশনাল ব্যাংক ৫ হাজার কোটি, ইউনিয়ন ব্যাংক ২ হাজার কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক ২ হাজার কোটি, এবি ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক ২০০ কোটি এবং আইসিবি ইসলামী ব্যাংক ১০ কোটি টাকা।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এসব ঋণ দেওয়া হয়েছে কোনো জামানত ছাড়াই! যদিও গভর্নর দাবি করেছেন, সংকট কাটাতে সাময়িকভাবে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া হচ্ছে, তবে এর সমপরিমাণ টাকা বন্ড ছাড়ার মাধ্যমে বাজার থেকে তুলে নেওয়া হবে।
এতে অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে—এভাবে টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর চেষ্টায় মূল্যস্ফীতি ও সামগ্রিক অর্থনীতি কী পরিণতির দিকে যাচ্ছে?
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।